প্রান্তজন রিপোর্ট: সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের গণতন্ত্র চর্চা, নিয়ম-শৃঙ্খলা ও সময়ানুবর্তিতার অভ্যাস গড়ে তোলার লক্ষ্যে নাটোরে বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশনের ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় অর্ধ শতাধিক প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।
সোমবার (২২মার্চ) দুপুরে শহরের মিরপাড়া পুরাতন সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে একদিনের ওরিয়েন্টেশন কর্মশালার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো: শাহরিয়াজ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশনের রাজশাহী বিভাগরে দায়িত্বপ্রাপ্ত আঞ্চলিক কমিশনার সিরাজুন মনিরা। কর্মশালা শেষে অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়।