লালপুর প্রতিনিধি: নাটোরের লালপুরে নজরুল ইসলাম (৫০) নামের এক ভ্যান চালকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে লালপুর থানা পুলিশ। বুধবার দুপুরে উপজেলার মোহরকয়া গ্রামে এই ঘটনা ঘটে। সে মোহরকয়া গ্রামের মৃত খোকার ছেলে।
জানা যায়, বুধবার দুপুরে তাঁর নিজ ঘরের তীরের সাথে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় পরিবারের লোকজন। পরে তারা থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে তার লাশ উদ্ধার করে। নজরুল ইসলাম দীর্ঘ দিন ধরে বিভিন্ন রোগে ভুগছিলেন বলে জানিয়েছে পরিবারের লোকজন। লালপুর থানার ওসি সেলিম রেজা বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে ।