8.9 C
New York
Monday, November 17, 2025
No menu items!
Homeশীর্ষ সংবাদবাগাতিপাড়ায় ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায়

বাগাতিপাড়ায় ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায়

ফজলে রাব্বি: নাটোরের বাগাতিপাড়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক (টেকনিক্যাল) দিলীপ কুমার সরকারকে ঘোড়ার গাড়িতে চড়িয়ে রাজকীয় বিদায় জানিয়েছে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। দীর্ঘ কর্মময় জীবন শেষে রোববার অবসরজনিত বিদায়ে এমন আয়োজন করা হয়। আয়োজকরা জানান, শিক্ষকের বিদায় উপলক্ষ্যে ফুল-বেলুন দিয়ে সাজানো হয় ঘোড়ার গাড়ি। শিক্ষকের বসার জন্য রাখা হয় সোফা। শিক্ষকের গলায় পরানো হয় গাঁদা ফুলের মালা। এমন বর্ণিল সাজে বিদ্যালয় থেকে শিক্ষকের বাড়ি পার্শ্ববর্তী লালপুরের চংধুপইল পর্যন্ত রেখে আসা হয় প্রিয় শিক্ষককে। এ সময় সড়কের দুই ধার বেয়ে শিক্ষার্থীরা হাঁটতে থাকে। এর আগে বিদ্যালয়ের হলরুমে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অনীতা রাণীর সভাপতিত্বে এক বিদায় সংবর্ধণা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে শিক্ষক টিপু সুলতান, শিক্ষক জয়নুল আবেদীন, কর্মচারীদের পক্ষে রফিকুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন। বিদ্যালয়ের শিক্ষক গোলাম ফারুক পিন্টু বলেন, সর্বজন শ্রদ্ধেয় শিক্ষকের বিদায়কে স্মরণীয় করে রাখতে এবং শিক্ষার্থীদের কাছে শিক্ষাগুরুর মর্যাদাকে তুলে ধরতে তাকে সুসজ্জিত ঘোড়ার গাড়িতে করে বাড়ি পৌঁছে দেওয়া হয়েছে। বিদায়ী শিক্ষক দিলীপ কুমার সরকার বলেন, অবসরে যাওয়ার আগে আমি মানসিকভাবে কিছুটা ভারাক্রান্ত ছিলাম। তবে সহকর্মী ও শিক্ষার্থীরা বিদায়ের দিন আমাকে যে সম্মান দিয়েছে তাতে আমি অভিভূত। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অনীতা রানী বলেন, বিদায়ের কষ্ট লাঘবের পাশাপাশি শিক্ষক হিসাবে তার যোগ্য সম্মান দিতেই ব্যতিক্রমী এমন আয়োজন করা হয়েছে। উল্লেখ্য, শিক্ষক দিলীপ কুমার সরকার ১৯৯৬ সালের ২ মে ট্রেড ইন্সট্রাক্টর (বিল্ডিং অ্যা›ড মেইনটেনেন্স) হিসেবে যোগদান করে ৩০ অক্টোবর অবসর গ্রহণ করেন।
মোঃ ফজলে রাব্বি, বাগাতিপাড়া নাটোর।

- Advertisment -

Most Popular

Recent Comments