আলী আক্কাছ, গুরুদাসপুর প্রতিনিধি: নাটোরের গুরুদাসপুরে পল্লী মাতৃকেন্দ্র (আরএমসি) কার্যক্রমের সদস্যদের নিয়ে একদিনের প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে দিবসব্যাপী প্রশিক্ষণ কোর্স সম্পন্ন হয়।
উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত ওই কোর্সে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজ। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সমাজসেবা কার্যালয়ের রাজশাহী বিভাগীয় প্রধান সৈয়দ মোস্তাক হাসান ও নাটোরের উপ-পরিচালক মোস্তাফিজুর রহমান। প্রশিক্ষণ কোর্স সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শফিকুল ইসলাম। কোর্স শেষে ২৫ জন প্রশিক্ষণার্থীকে সনদ প্রদান করেন অতিথিবৃন্দ