মো. এমরান আলী রানা, সিংড়া : নাটোরের সিংড়া টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট (টিবিএম) কলেজের এইচএসসি পরিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৪ জুন) দুপুর ১টায় কলেজ প্রাঙ্গণে পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন অত্র কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম। টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের অধ্যক্ষ মো. আবু বকর সিদ্দিক রকি’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র কলেজের প্রতিষ্ঠাতা মো. আবুল কালাম আজাদ, সহকারী অধ্যাপক হাফিজ মো. এজাজ, পারভীন আক্তার, আব্দুল্লাহ্ আল মামুন মুক্তা।