8.9 C
New York
Friday, August 8, 2025
No menu items!
Homeশীর্ষ সংবাদনাটোরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কমিটি বিলুপ্ত ঘোষণা

নাটোরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কমিটি বিলুপ্ত ঘোষণা

আল আমিন: নাটোরে শিক্ষার্থীদের সমাবেশে থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে শিক্ষার্থীরা।
রোববার সকালে শহরের কানাইখালী পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় সাধারণ শিক্ষার্থীদের আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় নাটোর জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শত শত ছাত্র-ছাত্রীরা সমাবেশে যোগ দেন। সমাবেশে আগত শিক্ষার্থীদের বিভিন্ন স্লোগানে স্লোগানে মুখোর হয়ে উঠে সমাবেশ চত্ত্বর। সমাবেশে শিক্ষার্থী ছাড়াও অভিভাবকরা উপস্থিত হন।
সমাবেশে উপস্থিত শিক্ষার্থীরা বলেন, আমরা দেশের জন্য তাজা রক্ত দিয়েছি। আমাদের ভাই-বোনেরা নিজের জীবন উৎসর্গ করেছে। শিক্ষার্থীদের রক্তের বিনিময়ে আজ আমরা নতুনভাবে স্বাধীনতা পেয়েছি। শেখ হাসিনার পতন করে আমরা ঘরে ফিরেছি। আমাদের আন্দোলন সফল হয়েছে। আজ থেকে নাটোরে কোনো সমন্বয়ক কমিটি নেই, কেউ সমন্বয়ক না।আমরা সবাই সমান। আজ থেকে সাধারণ শিক্ষার্থীদের মধ্য কোনো দল নেই, আজ থেকে আমরা শুধুমাত্র সাধারণ শিক্ষার্থী। এ আন্দোলনে কারো অবদান’ই কম নয়, সবার অবদান রয়েছে। প্রত্যেকের অবদান’ই সমান ভাবে স্বীকার করি। আমরা সবার প্রতি সমান শ্রদ্ধাবোধ রাখি। এই আন্দোলনে আমরা কেউ সমন্বয়ক হতে আসি নাই। আমাদের একটাই উদ্দেশ্য ছিল, স্বাধীনতা অর্জন। তা আমরা অর্জন করেছি। এখন থেকে আমরা অন্যায়, নির্যাতন ও সন্ত্রাসের বিরুদ্ধে সব সময় রুখে দাঁড়াবো। আমরা সকলে মিলে নতুন করে বাংলাদেশ সংস্কার করবো।
এসময় শিক্ষার্থী সমাবেশে বক্তব্যে রাখেন, শিক্ষার্থী রনি, শিশির মাহমুদ, ইসাহাক, মুসা, জনিসহ শিক্ষক ও অভিভাবকরা।

- Advertisment -

Most Popular

Recent Comments