বাগাতিপাড়া প্রতিনিধি: নাটোরের বাগাতিপাড়ায় সেনা সদস্যের হাতে ইয়াবা সহ রিপন আলী (৩৮) নামের এক যুবককে আটক হয়েছে। আটককৃত ওই যুবককে সোমবার বাগাতিপাড়া থানায় হস্তান্তর করা হয়। রিপন আলী সাবেক সহকারী ট্রেডম্যান এবং উপজেলার দয়ারামপুর ইউনিয়নের নন্দীকুজা গ্রামের রহমান আলীর ছেলে।
দায়েকৃত মামলাসূত্রে জানা যায়, সেনা সদস্যরা গত রবিবার দুপুরে কাদিরাবাদ ক্যান্টনমেন্টের ১নং গেটের সামনে ইয়াবা বিক্রয় করার সময় রিপন আলীকে আটক করে। সেখানে তার শরির তল্লাশি করে নয় পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে জিজ্ঞাসাবাদে ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের কথা স্বীকার করে রিপন। পরে সোমবার থানায় তাকে হস্তান্তর করা হলে তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয় মামলা নং-২০। এর পর মঙ্গলবার সকারে আটককৃতকে নাটোর জেল হাজতে প্রেরণ করা হয়।