কাউসার হাবীব-
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে গ্রামীণ ব্যাংক নাটোর সদর উপজেলার হালসা শাখার সদস্যদের মাঝে বিভিন্ন ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়েছে।
“গাছে গাছে ভরবো দেশ, আসবে দেশে সবুজ ছায়ার পরিবেশ” এই স্লোাগানকে সামনে রেখে সোমবার (১৪ই আগষ্ট) নাটোর সদও উপজেলার গ্রামীণ ব্যাংক হালসা শাখায় সকল সদস্যের মাঝে গাছের চারা বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন হালসা গ্রামীণ ব্যাংকের ব্রাঞ্চ ম্যানেজার মো: বারেক মিয়া। হালসা গ্রামীণ ব্যাংকের উদ্যোগে ৩দিন ব্যাপী কর্মসূচীর ধারাবাহিকতায় গ্রামীণ ব্যাংক হালসা শাখার আওতায় পর্যায়ক্রমে সদস্যের মাঝে গাছের চারা বিতরণ করা হবে।
গ্রামীণ ব্যাংক হালসা শাখার ব্রাঞ্চ ম্যানেজার মো: বারেক মিয়া সভাপতিত্বে গাছের চারা বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন হালসা শাখার ব্রাঞ্চ ম্যানেজার মো: বারেক মিয়া, অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন , সেকেন্ড অফিসার আ: ছালাম, কেন্দ্র ব্যবস্থাপক মো:জাহাঙ্গিও আলম, মো: আতাবুর রহমান,মো: জমির উদ্দিন,মো:মোতাহার হোসেন,আবেদা সুলতানা,শাহিদা খাতুন ও সাজেদুর রহমান(রাতুল) প্রমুখ।
উক্ত অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিক, সহ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় হালসা শাখার ব্রাঞ্চ ম্যানেজার মো: বারেক মিয়া উপস্থিত সদস্যের হাতে একটি করে গাছের চারা তুলে দেন এবং সকল সদস্য সহ উপস্থিত সকলকে বেশি বেশি করে গাছের চারা লাগানোর আহবান জানান তিনি।