গোলাম রাব্বানী, স্টাফ রিপোর্টার-

রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধা মো. নরশেদ মোল্লা’র দাফন সম্পন্ন হয়েছে। রবিবার (২৮ মে) বেলা ২টার দিকে নাটোর সদর উপজেলার তেবাড়িয়া ইউনিয়নের সিংহাদহ প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাযা শেষে সিংহাদহ পশ্চিমপাড়া কেন্দ্রীয় গোরস্থানে তাকে দাফন করা হয়।

মুক্তিযোদ্ধা মো. নরশেদ মোল্লা’র দাফনের আগে নাটোর সদর থানা পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন। এসময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সারমিনা সাত্তার, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহম্মেদ, মুক্তিযোদ্ধা কমান্ডার মকছেদ আলী মোল্লা, তেবাড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ওমর আলী প্রধান, কাফুরিয়া ইউ’পি চেয়ারম্যান আবুল কালাম আজাদ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, বয়সের ভারে দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন মুক্তিযোদ্ধা নরশেদ মোল্লা। শনিবার রাতে তার নিজ বাসভবনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।
মুক্তিযোদ্ধা নরশেদ মোল্লা স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি ছিলেন।