গুরুদাসপুর প্রতিনিধি: গুরুদাসপুর ক্লিনিক মালিক সমিতির আয়োজনে ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নির্দেশনায় করোনা সচেতনতায় হ্যান্ডবিল বিতরণ করা হয়েছে।
আজ রোববার বেলা ১১ টার দিকে গুরুদাসপুর পৌর সদরের চাঁচকৈড় বাজারে ওই হ্যান্ডবিল বিরতণ করা হয়। জানা গেছে- গুরুদাসপুরের চলনবিল ক্লিনিক, রোকেয়া ক্লিনিক, জনসেবা হাসপাতাল, জেনারেল হাসপাতাল, সেবা ডায়াগনস্টিক, তানিয়া রাইন, ডিজি হেল্থ, আনোয়ার হোসেন চক্ষু হাসপাতাল করোনা সচেতনতা তৈরিতে এই প্রচারণা কার্যক্রম হাতে নিয়েছে। উক্ত প্রচারণায় অংশ গ্রহণ করেন গুরুদাসপুর স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. মোজাহেদুল ইসলাম ও আবাসিক মেডিকেল অফিসার রবিউল করিম শান্ত। এসময় ক্লিনিক মালিক সমিতির পক্ষে আরো উপস্থিত ছিলেন ডা. মোহম্মদ আলী, হারুনুর রশিদ, সরকার মেহেদী হাসান, আবুল বাশার প্রমুখ।