গুরুদাসপুর প্রতিনিধি: নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি মাদকের জিরো টলারেন্স ঘোষণা করে বলেছেন, গুরুদাসপুরে এবারের দূর্গাপূজায় কোনো মাদক সেবন চলবে না। প্রয়োজনে চোলাই মদের দোকানও বন্ধ থাকবে। কারণ এর আগে প্রতিমা বিসর্জনের দিনে মদ্যপ অবস্থায় অপু ঘোষ নামের এক যুবক নন্দকুজা নদীতে ডুবে মারা যায়। বুধবার বেলা ১১টায় গুরুদাসপুর উপজেলা পরিষদ মিলনায়তনে দূর্গাপূজা উদযাপনের প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। উপজেলা প্রশাসনের আয়োজনে ইউএনও মো. তমাল হোসেনের সভাপতিতে প্রস্তুতি সভায় উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন, পৌর মেয়র মোঃ শাহনেওয়াজ আলী, সহকারী কমিশনার (ভূমি) মেহেদি হাসান শাকিল, ওসি মো. আবদুল মতিন, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি ধীরেন্দ্র নাথ ঘোষ প্রমুখ বক্তব্য রাখেন।
জানা যায়, এ উপজেলায় গতবারের মতো এবারও ৩১টি পূজামন্ডপে জাঁকজমকভাবে শারদীয় দূর্গোৎসব অনুষ্ঠিত হবে।