বড়াইগ্রাম প্রতিনিধি: নাটোরের বনপাড়া পৌরসভায় ১২০০ সুবিধাবঞ্চিত অসহায়দের মাঝে মানবিক সহায়তা (জিআর) কর্মসূচির আওতায় পৌর এলাকায় বিনামূল্যে চাল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে পৌরসভার বনপাড়া কলেজ মাঠে বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন মেয়র অধ্যাপক কেএম জাকির হোসন।
পৌর নির্বাহী কর্মকর্তা আব্দুল হাইয়ের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন বড়াইগ্রাম উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল কুদ্দুস, নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর সভাপতি জামিল হোসেন, কাউন্সিলর আতাউর রহমান মৃধা, মোস্তাফিজুর রহমান, শরিফুন্নেসা শিরিন প্রমুখ।






