নাটোর প্রতিনিধি: নাটোরে গার্ল গাইডস এসোসিসেশনের আয়োজনে দুই দিনব্যাপি ওয়ার্কসপ এবং সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২২ ও ২৩ জুন (বুধবার ও বৃহস্পতিবার) নাটোর জেলা গার্ল গাইডস কার্যালয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিপত্র মোতাবেক জেলার প্রাথমিক বিদ্যালয়ে ছাত্রীদের নিয়ে হলদে পাখি সম্প্রসারণ বিষয়ে কার্যক্রমগুলো পরিচালনা করা হয়। নাটোর জেলা কমিশনার কামরুন নাহারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাটোরের জেলা প্রশাসক শামীম আহমেদ। এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ এরশাদ উদ্দিন আহম্মেদ, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফেরদৌসী আশরাফী, নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরি জলিসসহ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং জেলা গার্ল গাইডস’র কর্মকর্তাবৃন্দ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, চলমান বিশ্ব পরিস্থিতির পরিবর্তন আনতে কেবল মাত্র কন্যা শিশুরাই পারে। প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে হলদে পাখিদের সম্প্রসারণের ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। পরে প্রধান অতিথি শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করেন।