নাটোর প্রতিনিধি: ২৫ জুন বাংলাদেশের গর্বের পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষ্যে আনন্দ শোভাযাত্রা সারা বাংলাদেশের ন্যায় নাটোরেও অনুষ্ঠিত হয়েছে। পদ্মা সেতু উদ্বোধন করেন বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। উক্ত অনুষ্ঠানে সভাপত্তিত্ব করেন, বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। মন্ত্রী পরিষদ সচিব খন্দকার আনারুল ইসলাম সেতু উদ্বোধনের বক্তব্য রাখেন। উক্ত অনুষ্ঠানে নাটোর জেলা কানাইখালি মাঠ থেকে এক আনন্দ শোভাযাত্রা বের হয়ে অনিমা চৌধুরী হলরুমে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি, জেলা প্রশাসক শামিম আহমেদ, পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি) লিটন কুমার সাহা, সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শরিফুল ইসলাম রমজান, পিবিআই এর পুলিশ সুপার, মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিচালক, জেলা সরকারী বেসরকারী কর্মকর্তা, আইনজীবি, সাংবাদিক, রাজনীতিবীদ, ওয়ার্ড, ইউনিয়ন, জেলা ও উপজেলার নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানে সকলের মাঝে মিষ্টি বিতরণ করেন জেলা প্রশাসক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।






