রাজশাহী প্রতিনিধি : বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে রাত ৮টার পর দোকান, মার্কেট ও শপিংমল বন্ধ রাখার নির্দেশনা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২০০৬-এর ১১৪ ধারার বিধান কঠোরভাবে প্রতিপালন করতে গত বৃহস্পতিবার (১৬ জুন) প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সংশ্লিষ্টদের চিঠি পাঠানো হয়। কিন্তু রাজশাহী বিভাগীয় শহরের অনেক দোকানপাট নির্দিষ্ট সময়ে বন্ধ হয়নি। সোমবার মহানগরীর বিভিন্ন এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে। দোকান বন্ধ করতে জেলা প্রসাশনের মোবাইল কোর্ট ও পুলিশ বিভিন্ন এলাকায় অভিযানও চালায়। রাত সাড়ে আটটায় নগরীর একটি ব্যান্ড শপের দোকানে গেলে তারা বলেন, আমরা রাত আটটার সময় দোকান বন্ধের বিষয়ে অবগত আছি। কিন্তু আমাদের গোছগাছ করতে সময় লাগে তাই দেরি হচ্ছে। আরেকটি দোকানে গিয়ে দেখা যায়, দোকান প্রধান ফটক নামিয়ে ভেতরে চলছে কার্যক্রম। তারা বলেন, দোকান বন্ধ করে দেয়া হয়েছে। হিসাব-নিকাশ করেই বের হয়ে যাবো। তবে পুলিশ জানাচ্ছে, নগরীর বিভিন্ন দোকানপাট বন্ধ করতে আমরা প্রচারণা চালাচ্ছি। বাজার থেকে মানুষজনও চলে যাচ্ছেন। সবাইকে সচেতন করা হচ্ছে। সবাইকে রাত আটটার মধ্যে দোকান বন্ধ রাখতেও বলা হচ্ছে। কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শকের উপ-মহাপরিদর্শক আরিফুর ইসলাম জানান, রাজশাহীর শপিংমল ও দোকানপাট নির্দিষ্ট সময়ে বন্ধ করে দিয়েছেন ব্যবসায়ীরা। তবে কিছু কিছু দোকান খোলা ছিল তারাও বন্ধ করে দিয়েছেন। এতে সহযোগিতা করছেন ব্যবসায়ী নেতৃবৃন্দরা। তবে মনিটরিং কার্যক্রম ও মোবাইল কোর্ট পরিচালনা করে যাবেন বলে জানান।