সিংড়া প্রতিনিধি: নাটোরের সিংড়ায় ডাহিয়া ইউনিয়নের বড় দীঘি ভুয়া কাগজ দেখিয়ে কোশিয়ার করার প্রতিবাদে মানববন্ধন করেছে শত শত মৎসজীবি পরিবার। মঙ্গলবার দুপুরে ডাহিয়া মৎস্যজীবি সমিতি ও গ্রামবাসীর অংশগ্রহণে ডাহিয়া বাজারে এ মানববন্ধন করা হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি সদস্য খয়ের উদ্দিন, সাবেক ইউপি সদস্য রুহুল আমীন, বর্তমান ইউপি সদস্য রুবেল হোসেন ও সাবেক ছাত্রলীগ নেতা আবুল কালাম প্রমুখ। বক্তারা ছাত্রলীগ নেতা বকুল হোসেনের কোশিয়ার বাতিল করে প্রকৃত মৎস্যজীবি পরিবারদের দেয়ার জন্য আহ্বান জানান। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার এমএম সামিরুল ইসলাম বলেন, স্থানীয় এক মৎস্যজীবি পরিবারের আবেদনের প্রক্ষিতে কোশিয়ার করে দেয়া হয়। যদি প্রকৃত মৎস্যজীবি পরিবার বাদ পড়ে তাহলে বিষয়টি বিবেচনা করা হবে।