প্রান্তজন রিপোর্ট: ফসল চাষে কীটনাশকের পরিবর্তে জৈব বালাইনাশক ব্যবহার উৎসাহিত করতে নাটোরে কৃষক, নার্সারি মালিক ও পরিবেশকদের মধ্যে তৃ-পক্ষীয় সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এই স্মারকের আওতায় রাজশাহীর পুঠিয়া ও নাটোর সদর উপজেলায় পাঁচ হাজার কৃষক, নার্সারি মালিক ও পরিবেশক জৈব বালাইনাশক ব্যবহার করে নিরাপদ ফল ও ফসল চাষের অঙ্গীকার করেছেন। বৃহস্পতিবার (২ জুন) দুপুরে বেসকারি সংস্থা উদ্দীপন কার্যালয়ে আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিলের (ইফাদ) অর্থায়নে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেনের সহযোগিতায় উদ্দীপন ও ইস্পাহানি এগ্রো লিমিটেডের মধ্যে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে অনান্যের মধ্যে বক্তব্য রাখেন ইস্পাহানী এগ্রো লিমিটেডের আঞ্চলিক ব্যবস্থাপক কৃষিবিদ রফিকুল ইসলাম, উদ্দীপনের ভ্যালু চেইন ফ্যাসিলিটেটর মোস্তাফা কামাল, প্রশাসন ও অর্থায়ন কর্মকর্তা আরিফুর রহমান, সহকারি ভ্যালু চেইন ফ্যাসিলিটেটর সাইদুল ইসলাম, মোতালেব হোসেন, ক্ষুদ্র ঋণ কর্মসূচির ব্যবস্থাপক শাহীনুর ইসলাম প্রমুখ। জৈব পদ্ধতি দ্বারা ফসলের চাষ বিষয়ে কৃষকদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধিসহ চাষ সংক্রান্ত প্রয়োজনীয় উপকরণ সহজলভ্যতা, উপকরণের ব্যবহারে সচেতনতা বৃদ্ধিসহ সার্বিক বিষয় পর্যবেক্ষণ করা হবে। এছাড়া উচ্চ মূল্যের ফল-ফসলের জাত সম্প্রসারণ ও বাজারজাতকরণ শীর্ষক ভ্যালু চেইন উপ-প্রকল্পটি ১৪ টি জেলার ২৪টি উপজেলায় ৫১ হাজার উপকারভোগীর মাধ্যমে ক্ষুদ্র ও প্রান্তিক চাষীপরিবার ও ক্ষুদ্র উদ্যোক্তাদের আয় বৃদ্ধি, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং পারিবারিক পুষ্টি উন্নয়নের জন্য কাজ করবে।