প্রান্তজন রিপোর্ট: নাটোরের সিংড়া উপজেলায় তিনটি গুদামে প্রায় এক হাজার মেট্রিক টন ধান অবৈধ মজুদ রাখার অপরাধে দেড় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার উপজেলার কলম বাজারে জেলা প্রশাসন ও জেলা খাদ্য বিভাগ অভিযান পরিচালনা করে । বাজারে মেসার্স এন মানী এন্ড ব্রাদার্স এর স্বত্বাধিকারী নিরেন্দ্রনাথ মানী তাঁর তিনটি গুদামে অবৈধভাবে প্রায় এক হাজার মেট্রিক টন ধান মজুদ পাওয়া যায়। কৃত্রিম সঙ্কট সৃষ্টির অপরাধে দেড় লাখ টাকা জরিমানা করা হয় এবং আগামী তিন দিনের মধ্যে মজুতকৃত পণ্য বিক্রি করার আদেশ দেয়া হয়।
ভ্রাম্যমান আদালতের বিচারক সিংড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আল ইমরান বলেন, অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন-১৯৫৬ এর ৩ ধারা লংঘনের দায়ে ৬ ধারা মোতাবেক জরিমানা করা হয়েছে। অভিযানকালে উপস্থিত জেলা খাদ্য নিয়ন্ত্রক হারুন-অর রশীদ জানান, খাদ্য মূল্য স্থিতিশীল রাখতে অবৈধ মজুদের বিরুদ্ধে জেলাব্যাপী অভিযান অব্যাহত থাকবে।






