আবুল কালাম আজাদ: নাটোরের গুরুদাসপুর উপজেলার ৪ নং মশিন্দা ইউনিয়নের নবনির্বাচিত পরিষদের আগামি ২০২২-২৩ অর্থ বছরের জন্য ৪ কোটি ২৫ লাখ ৯২ হাজার টাকার উন্নয়ন বাজেট ঘোষণা করা হয়েছ। মশিন্দা ইউনিয়নের নব নির্বাচত পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বিশিষ্ট সমাজ সেবক আব্দুল বারির সভাপতিত্বে সোমবার (৩০ মে) সকাল ১০ টায় ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত উন্মুক্ত বাজেট অধিবেশনে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, প্রভাষক হেলাল উদ্দিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক, জাহিদুল ইসলাম মাস্টার, মশিন্দা হাইস্কুলের শিক্ষক, আব্দুস সালাম, বীর মুক্তিযোদ্ধা সাদেক আলী এবং ইউপি সদস্য্সালামত আলী। এছাড়াও উপস্থিত ছিলেন- উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, রেখামনি পারভিন ও গুরুদাসপুর থানার এস আই হাফিজুর রহমান । এছেড়াও ইউপির নবনির্বাচিত পুরুষ ও মহিলা মেম্বর, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ, চৌকিদার,দফাদারসহ বিভিন্ন শ্রেনিপেশার জনগণ উপস্থিত ছিলেন। খন্দকার আব্দুল আলিমের সঞ্চালনায় অনুষ্ঠিত অধিবেশনে ২০২২-২৩ সালের উন্মুক্ত বাজেট পেশ করেন পরিষদের সচিব কিশোরি মোহন পাল।






