প্রান্তজন রিপোর্ট: নাটোর মহারাজা জগদিন্দ্র নাথ উচ্চ বিদ্যালয় ও কলেজের নবনির্মিত চারতলা একাডেমিক ভবনের উদ্বোধন করা হয়েছে। সোমবার শহরের বঙ্গোজ্বল এলাকায় শিক্ষা প্রকৌশল বাস্তবায়িত ২ কোটি ৮৮ লাখ টাকা ব্যয়ে ওই ভবনের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল। নাটোর মহারাজা উচ্চ বিদ্যালয় ও কলেজ কর্তৃপক্ষের আয়োজনে প্রতিষ্ঠানের পরিচালনা কমিটির সভাপতি নাটোর পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর জাহিদুর রহমান জাহিদের সভাপতিত্বে এ উপলক্ষে আয়োজিত উদ্বোধন পরবর্তী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ আসাদুজ্জামান, প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক আশরাফুল ইসলাম, আওয়ামী লীগ নেতা দিলীপ কুমার দাস, জেলা যুব লীগ সভাপতি বাশিরুর রহমান খান চৌধুরী এহিয়াসহ প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।