নাটোর প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে ডিবি পুলিশের ভুয়া পরিচয় দিয়ে ২৭০ বস্তা ভর্তি ধানসহ একটি ট্রাক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। সোমবার দিবাগত রাত ২টার দিকে নাটোর-পাবনা মহাসড়কের উপজেলার নগর ইউনিয়নের কয়েন বাজার এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ছিনতাইকৃত ট্রাক উদ্ধার করতে অভিযানে নেমেছে।
ট্রাক চালক তোফায়েল হোসেন জানান, সোমবার রাত ১০টার দিকে যশোর জেলার খাজুরা বাজার থেকে ২৭০ বস্তা ভর্তি ধান নিয়ে ট্রাকে (যশোর ট-১১-৫১৯৮) সিরাজগঞ্জের উদ্দেশ্যে রওনা হই। রাত ২টার দিকে নাটোর-পাবনা মহাসড়কের বড়াইগ্রামের কয়েন বাজার এলাকায় পৌঁছালে একটি মাইক্রোবাস সড়কের মাঝে দাড়িয়ে ট্রাক থামায়। এসময় তারা নিজেদেরকে ডিবি পুলিশ পরিচয় দিয়ে ট্রাকে দুই বস্তা গাঁজা আছে মর্মে তল্লাশি শুরু করে। এ সময় তাদের ৪ জন ট্রাকে উঠে ট্রাকটি থানায় নিতে বলে। এরপর বনপাড়া বাইপাস মোড় পার হয়ে হাটিকুমরুল মহাসড়কের কোন একটি স্থানে ট্রাকটি থামিয়ে আমাকে তাদের মাইক্রোবাসে তুলে নেয়। এর কিছুক্ষণ পর তারা আমার হাত, পা, চোখ বেঁধে ফেলে এবং ভোর ৫টার দিকে গাজীপুরের কালিয়াকৈর উরাল সেতুর কাছে আমাকে নামিয়ে দিয়ে চলে যায়। পরে কালিয়াকৈর থানা পুলিশের সহায়তায় সোমবার দুপুরে বড়াইগ্রাম থানায় এসে এ ব্যাপারে লিখিত অভিযোগ দায়ের করি।
বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ আবু সিদ্দিক জানান, ধানের বস্তা ভর্তি ট্রাক ছিনতাইয়ের রহস্য উদঘাটন ও ট্রাক উদ্ধারের চেষ্টা চালানো হচ্ছে।