বাগাতিপাড়া প্রতিনিধি: নাটোরের বাগাতিপাড়া উপজেলায় জন্ম মৃত্যু নিবন্ধন সংক্রান্ত বিষয়ে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সকালে বড়াল সভাকক্ষে নির্বাহীকর্মকর্তা প্রিয়াংকা দেবী পালের সভাপতিত্বে উপজেলা প্রশাসনের আযোজনে এ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ পরিচালক স্থানীয় সরকার রাজশাহী বিভাগ ডাঃ চিত্রলেখা নাজনীন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল হাদি, সহকারী কমিশনার নিশাত আনজুম অনন্যা সহ প্রমুখ।






