প্রান্তজন রিপোর্ট: দ্বিতীয়বারের মতো মেয়র নির্বাচিত হওয়ার পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রয়াত জননেতা শংকর গোবিন্দ চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জননেতা এ্যাডভোকেট হানিফ আলী শেখসহ বিশিষ্টজনদের শ্রদ্ধা জানান নাটোর পৌরসভার নব নির্বাচিত মেয়র উমা চৌধুরী জলি। গতকাল ১৭ জানুয়ারি সোমবার সকালে প্রথমে জেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে মুক্তিযুদ্ধে সকল শহীদদের এবং ৭৫’ এর ১৫ আগস্ট শহীদ বঙ্গবন্ধুসহ তার পরিবারের সদস্যদের আত্মার শান্তি কামনা করে দোয়া করেন।
পরে নাটোর সদর উপজেলার ছাতনী মহাশ্মশানে কিংবদন্তী নেতা প্রয়াত সংসদ সদস্য শংকর গোবিন্দ চৌধুরী ও অনিমা চৌধুরীর সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পণের পরে দাঁড়িয়ে নীরবতা পালন এবং তাঁর আত্মার শান্তি কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়। এরপর মরহুম জননেতা এডভোকেট হানিফ আলী শেখের কবরে পুষ্পস্তবক অর্পণ শেষে তার আত্মার শান্তি কামনা করে দোয়া করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এড. মালেক শেখ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এড. ইশতিয়াক আহমেদ ডলার সাধারণ সম্পাদক শফিউল আজাম স্বপন, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা বিউটি খাতুন, মেয়র এর ছোট বোন রক্তিমা চক্রবর্তী শেলী, জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ওমর শরীফ চৌহান, দিঘাপতিয়া ইউনিয়নের চেয়ারম্যান শরিফুল ইসলাম বিদ্যুৎ প্রমুখ। গত ১৬ জানুয়ারি নাটোর পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে নৌকা প্রতীকে বিপুল ভোটে টানা রেকর্ড দ্বিতীয়বারের মতো নির্বাচিত হন উমা চৌধুরী জলি।






