রাজশাহী প্রতিনিধি: রাজশাহীতে শহীদ পরিবার কল্যান পরিষদ ও ওয়াইএম স্পোর্টিং ক্লাবের আয়োজনে মুক্তিযুদ্ধে শহীদ পরিবারের সদস্যদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র উপহার শীতবস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার বেলা সোয়া ১২টার দিকে মহানগরীর তালাইমারি শহীদ মিনারের সামনে শীতবস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীর জেলা প্রশাসক আব্দুল জলিল। এসময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃতে বীর মুক্তিযোদ্ধারা যুদ্ধকালীন সময়ে জীবন বাজি রেখে প্রতিকূল পরিস্থিতি মোকাবিলা করে রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে বিজয় ছিনিয়ে এনেছেন। লাল সবুজের পতাকার জন্য সেদিন নিজেদেরকে উৎসর্গ করেছিলেন। যারা নিজেদের জীবন-যৌবন উৎসর্গ করেছেন, সেই বীর সেনানী, মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যদের পাশে এগিয়ে আসতে হবে এবং মহান মুক্তিযুদ্ধে শহীদ পরিবারের সদস্যদের জন্য সহায়তা নিয়ে সমাজের সর্বস্তরের সচেতন ও বিত্তবান মানুষদের জন্য সহতায়র হাত বাড়িয়ে দিতে হবে। শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন কবি কুঞ্জের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন প্রামানিক, বীর মুক্তিযোদ্ধা ড. আব্দুল মান্নান, শহীদ পরিবার কল্যান পরিষদের সভাপতি নাজিম উদ্দীন প্রমুখ।






