লালপুর প্রতিনিধি: নাটোরের লালপুরে উন্নত প্রযুক্তি ব্যবহার করে আখচাষ বৃদ্ধি ও অধিক পরিমাণ আখ সরবরাহ শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ জানুয়ারী) দুপুরে মিলের ট্রেনিং কমপ্লেক্স হল রুমে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের সচিব রুহুল আমিন কায়সারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নর্থ বেঙ্গল সুগার মিলস্ লি: ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ হুমায়ুন কবীর, বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. আমজাদ হোসেন, রাজশাহী চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক শাহজাহান কবীর, নাটোর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আবু বক্কর, পাবনা চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক সাইফুদ্দিন, মিলের মহাব্যবস্থাপক (প্রশাসক) ফরিদুল ইসলাম ভূঁইয়া, উত্তরবঙ্গ আখচাষী সমিতির সাধারণ সম্পাদক সুকুমার সরকার, লালপুর থানার অফিসার ইনচার্জ ফজলুর রহমান, শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের সভাপতি গোলাম কাওসার, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন পিন্টু প্রমুখ।