গত ৬ জানুয়ারি ২০২২ দৈনিক প্রান্তজন এর প্রথম পৃষ্ঠায় ‘নলডাঙ্গায় ৫ ইউপি নির্বাচনে আ’লীগের ১ বিদ্রোহী ৩ স্বতন্ত্র ১ প্রার্থী বিজয়ী’ শিরোনামে প্রকাশিত সংবাদটির প্রকৃত শিরোনাম হবে ‘নলডাঙ্গায় ৫ ইউপি নির্বাচনে আ’লীগের ২ বিদ্রোহী ২ স্বতন্ত্র ১ প্রার্থী বিজয়ী’।
এছাড়া প্রকাশিত সংবাদটিতে ছাপা হয়েছে ০৪ নং পিপরুল ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আনারস মার্কার মোহাম্মদ আলী ৫৪০৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বর্তমান চেয়ারম্যান কলিম উদ্দিন পেয়েছেন ৫৩৬৫ ভোট। প্রকৃতপক্ষে নলডাঙ্গা উপজেলা নির্বাচন অফিসার আব্দুস সালাম এর নিকট হতে প্রাপ্ত ফলাফলে জানা যায়- ৪নং পিপরুল ইউনিয়নে কলিম উদ্দিন নৌকা প্রতীকে ৫ হাজার ৩৫৫ ভোটে পেয়ে বিজয়ী হয়েছেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী মোহাম্মদ আলী আনারস প্রতীকে ৫ হাজার ৩০৪ ভোট পেয়েছেন। স্থানীয়ভাবে প্রাপ্ত প্রাথমিক ফলাফল প্রকাশের ত্রুটির জন্য আমরা আন্তরিক দুঃখিত। – সম্পাদক






