লালপুর প্রতিনিধি: আখের সঙ্গে এ কেমন শত্রুতা। নাটোরের লালপুরে শত্রুতা করে মুস্তাফিজুল আলম নামের এক আ.লীগ নেতার দুই বিঘা জমির আখ পুড়িয়ে দিয়েছে দুবৃর্ত্তরা। রবিবার (১৯ ডিসেম্বর) দুপুরে লালপুর উপজেলার ওয়ালিয়া ইউনিয়নের শিমুলতলা এলাকার মাঠে এই ঘটনা ঘটে।
মুস্তাফিজুল আলম উপজেলা আ.লীগের যুব ও ক্রীড়া বিয়ষক সম্পাদক। এতে প্রায় ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্থ আ.লীগ নেতা মুস্তাফিজুল আলম। আ.লীগের নেতা মুস্তাফিজুল আলম জানান, ‘শত্রুতা করে কে বা কাহারা রবিবার দুপুরে শিমুলতলা এলাকার তার দুই বিঘা আখের জমিতে আগুন লাগিয়ে দেয়। খবর পেয়ে বাগাতিপাড়া ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রনে আনলেও জমির সব আখ পুড়ে যায়। এতে তার প্রায় ৫০ হাজার টাকা ক্ষতি হয়েছে। বিষয়টি তিনি মৌখিক ভাবে ওয়ালিয়া পুলিশ ফাঁড়িকে জানিয়েছে।’
ওয়ালিয়া পুলিশ ফাঁড়ির ইনর্চাজ ফারুক হোসেন জানান বিষয়টি তিনি শুনেছেন, লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনত ব্যবস্থাগ্রহণ করা হবে।