প্রান্তজন রিপোর্ট: গণযোগাযোগ অধিদপ্তরের নিয়মিত প্রচার কার্যক্রমের আওতায় নাটোর জেলা তথ্য অফিসের আয়োজনে ০৩ নভেম্বর ২০২৫ তারিখে নাটোর সদর উপজেলার তেবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে নাটোর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাঃ আব্দুল হান্নানের সভাপতিত্বে নাটোর সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফ আদনান প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। নারী সমাবেশে স্বাগত বক্তব্য প্রদান করেন জেলা তথ্য অফিসার (রু.দা.) রেজওয়ান মোরশেদ। বিশেষ অতিথি হিসাবে সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ড. মোঃ নাসিম রানা, প্রধান শিক্ষক খন্দকার রাজিয়া সুলতানা প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অন্যান্য অতিথিবৃন্দ টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫, তারুণ্যের শক্তি ও সম্ভাবনা, বাল্যবিয়ে, মাদক, ইভটিজিং প্রতিরোধ, স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন গুরুত্বপূর্ণ বার্তা, শিক্ষার গুরুত্ব, মোবাইল ফোনের সদ্ব্যবহার, নৈতিকতা ও মূল্যবোধ সম্পর্কে সচেতনতা প্রভৃতি বিষয় নিয়ে বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নাটোর জেলা তথ্য অফিসের ঘোষক মানিক সরকার।



