8.9 C
New York
Monday, November 17, 2025
No menu items!
Homeবিশেষ সংবাদবড়াল নদীতে খেয়া জাল উৎসবে মেতেছে স্থানীয়রা

বড়াল নদীতে খেয়া জাল উৎসবে মেতেছে স্থানীয়রা

ফজলে রাব্বি : নাটোরের বাগাতিপাড়া উপজেলার মধ্য দিয়ে বয়ে চলা বড়াল নদীতে পানি কমতে শুরু করেছে। কার্তিক মাসের এই সময়টায় নদীর বুক এখন হাঁটুপানি। আর সেই সঙ্গে শুরু হয়েছে স্থানীয়দের মাছ ধরার মৌসুম।
ইউএনও পার্ক সংলগ্ন বড়াল ব্রীজের নিচে গেল কয়েকদিন ধরেই সকাল থেকে বিকেল পর্যন্ত নদীতে মানুষের উপস্থিতি বেড়ে গেছে। কেউ একা, কেউ দুই-তিনজন মিলে খেওয়া জাল ফেলে মাছ ধরছেন। নদীর জলে টান পড়ছে, জালে উঠছে দেশি জাতের নানা মাছ বোয়াল, লাইকর, পুঁটি, ট্যাংরা, ছোট দেশি মাছ।
পানির প্রবাহ ধীরে ধীরে কমে আসায় এখন সহজেই জাল ফেলে মাছ ধরা যায়। ফলে স্থানীয়রা কাজের ফাঁকে একটু সময় পেলেই নদীতে নেমে পড়ছেন জাল নিয়ে। স্থানীয় জেলে জফির উদ্দিন বলেন “কার্তিক মাস এলেই বড়াল নদীতে পানি কমে যায়। তখন আমরা সবাই খেওয়া জাল নিয়ে নদীতে নামি। এতে প্রয়োজনীয় মাছ পাওয়া যায়, আর আনন্দও হয়।”
বিকেলের দিকে সূর্য পশ্চিমে হেলে পড়লে নদীর পাড়জুড়ে দেখা যায়, এক প্রশান্তির দৃশ্য! কেউ জাল গুটাচ্ছেন, কেউ ধরেছেন, কেউ মাছ বাছাইয়ের কাজে। বড়াল নদী যেন আবারও জেগে উঠেছে স্থানীয়দের হাসি-আনন্দে।
গ্রামীণ জীবনের সহজ-সরল এই দৃশ্যই মনে করিয়ে দেয় বড়াল নদী শুধু একটি জলধারা নয়, এটি বাগাতিপাড়ার মানুষের জীবন, জীবীকা ও ভালোবাসার অংশ।
-মোঃ ফজলে রাব্বি, বাগাতিপাড়া নাটোর।

- Advertisment -

Most Popular

Recent Comments