জাহীদুল হুদা ফরহাদ: বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, আমি সারাদেশে শুধু নয়, পৃথিবীর বাংলা ভাষাভাষির মানুষের কাছে যে পরিচিতি পেয়েছি তার পুরোটা কৃতিত্ব নাটোরের সাংবাদিকদের। রাজনৈতিক জীবনের শুরু থেকেই আমি সাংবাদিকদের কল্যাণে কাজ করি। যত দিন বেঁচে থাকবো সাংবাদিকদের সুবিধা অসুবিধা দেখা সহ তাদের কল্যাণে কাজ করে যাবো।
শনিবার রাতে নাটোর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে বিজয়ীদের কাছে দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান শেষে ক্লাব মিলনায়তনে এসে বিজয়ীদের শুভেচ্ছা জানাতে এসে দুলু তার বক্তব্যে এসব কথা বলেন। দুলু এ সময় তার দুই মেয়ে ব্যারিস্টার তাসনুভা তাব্বাসুম রাত্রি ও জুরান সুবাহ রোদেলা, নাটোর পৌরসভার সাবেক মেয়র কাজী শাহ আলম, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান শাহীন ও সাইফুল ইসলাম আফতাব, সদস্য নাসিম উদ্দীন নাসিম এবং জেলা যুবদল সভাপতি এ হাই তালুকদার ডালিমসহ ক্লাবে এসে সকল বিজয়ীর হাতে ফুল তুলে দিয়ে শুভেচ্ছা জানান।
নাটোর প্রেসক্লাবের সদ্য বিলুপ্ত আহবায়ক কমিটির আহবায়ক জাহীদুল হুদা ফরহাদের সভাপতিত্বে ও সদস্য আব্দুল হাকিমের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন, আহবায়ক কমিটির সদস্য সচিব হালিম খান, প্রধান নির্বাচন কমিশনার মোঃ আল আসাদ বিন সাঈদ, কমিশনার আমজান হোসেন ও এম এ সেলিম, ক্লাবের নব নির্বাচিত সভাপতি মো. শহীদুল হক সরকার, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, সিনিয়র সাংবাদিক মনজুর-উল-হাসান, জুলফিকার হায়দার যোসেফ ও এবিএম মোস্তফা খোকন প্রমুখ।



