8.9 C
New York
Monday, November 17, 2025
No menu items!
Homeশীর্ষ সংবাদবড়াইগ্রামে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

বড়াইগ্রামে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জাহিদ হাসান, স্টাফ রিপোর্টার: নাটোরের বড়াইগ্রামে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার (১৩ অক্টোবর) সকালে উপজেলা চত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে উপজেলার মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে সেখানে বনপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জাহিদুল ইসলামের নেতৃত্বে ১৮ সদস্যের একটি চৌকস দল বিভিন্ন অগ্নি নির্বাপন বিষয়ে সচেতনতামূলক মহড়া দেন।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের জাহাঙ্গীরসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। এ সময় ফায়ার কর্মীদের সহযোগিতায় অগ্নি নির্বাপন মহড়ায় সাহসিকতার সাথে অংশগ্রহণ করেন উপজেলা নির্বাহী অফিসার এবং মডেল উচ্চ বিদ্যালয়ের কয়েকজন ছাত্র-ছাত্রী। দুর্যোগের ঝুঁকি হ্রাসে জনগণের সচেতনতা বৃদ্ধি ও বিপদ মোকাবিলায় প্রস্তুতি জোরদারের লক্ষ্যে প্রতিবছর ১৩ অক্টোবর দিবসটি পালিত হয়।

- Advertisment -

Most Popular

Recent Comments