রাজু আহমেদ, সিংড়া : মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানে কমিটি গঠনের সাধারণ নিয়মনীতি উপেক্ষা করে গোপনে পকেট কমিটি গঠন এবং সেই কমিটির মাধ্যমে নিয়োগ বাণিজ্যের অভিযোগ এনে বিক্ষোভ মিছিল সহ ইউএনও অফিস চত্বরে অবস্থান কর্মসূচি পালন করেছেন নাটোরের সিংড়া উপজেলার আয়েশ বছিরুল আলিম মাদ্রাসার অভিভাবক সদস্য , শিক্ষার্থী ও স্থানীয় জনসাধারণ। সোমবার (১৩ অক্টোবর) সকাল ১০ টায় উপজেলা আমতলার কোর্ট মাঠ এলাকায় বিক্ষোভ মিছিল ও ইউএনও অফিস চত্বরে এ অবস্থান কর্মসূচি পালন করেন তারা। বক্তব্য দেন, মোঃ আছমত আলী আকন্দ, রবিউল করিম মোল্লা, শফিকুল শেখ, সেলিম হোসেন, আরিফুল ইসলাম শিশির, ফকির হাফিজুর রহমান প্রমুখ।
এদিকে পাল্টা সংবাদ সম্মেলনে ওই প্রতিষ্ঠানের সভাপতি নাহিদুল ইসলাম ও অধ্যক্ষ মাওলানা মোঃ শামসুল ইসলাম স্বচ্ছ ভাবে নিয়োগ করা হচ্ছে এবং কোনো রকম অবৈধ পন্থা অবলম্বন করা হচ্ছে না বলে দাবি করেন।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাজহারুল ইসলাম বলেন, এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে ওই মাদ্রাসার কমিটি ও নিয়োগের বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরে অবগত করা হবে। যাচাই বাছাই করে তারাই ব্যবস্থা নেবেন।



