প্রান্তজন রিপোর্ট: সারাদেশে প্রশাসনের নির্লিপ্ততায় আইনশৃংখলা পরিস্থতির অবনতি ষড়যন্ত্রমূলক ভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদে নাটোরে যুব দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আলাইপুর জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে বেলা ১১ টার দিকে নাটোর জেলা যুবদলের আয়োজনে বিক্ষোভ মিছিল বের করা হয়। বিক্ষোভ মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ মাদ্রাসামোড়ে এসে শেষ হয়। পরে সেখানে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহীর কমিটির সদস্য সাবেক মন্ত্রী ও এমপি এড. রুহুল কুদ্দুস তালুকদার দুলু, জেলা বিএনপির আহবায়ক রহিম নেওয়াজ, সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, যুগ্ম আহবায়ক জিল্লুর রহমান বাবুল চৌধুরী, মোস্তাফিজুর রহমান শাহিন, সাইফুল ইসলাম আফতাব, যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, সাধারণ সম্পাদক আনিসুর রহমান আনিস, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন সোহাগসহ যুব দলের নেতৃবৃন্দ।
সমাবেশে রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, ৫০ বছরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে কেউ কথা বলেননি। যার চরিত্র কোনো খুত ছিল না। যাকে নিয়ে ফ্যাসিস্ট শেখ হাসিনাও কোনো কটূক্তি করতে পারেনি। আজ তাকে নিয়ে মিথ্যা অপপ্রচার ও ছবি অবমাননা করা হচ্ছে। যিনি তার সারাজীবন দেশের মানুষের কল্যাণে কাজ করে গেছেন। দেশের মানুষকে ঐক্যবদ্ধ করতে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন।
তিনি বলেন, ফ্যাসিবাদরা যেন মাথাচাড়া দিয়ে না উঠতে পারে। সেজন্য আমাদের একত্রে কাজ করতে হবে। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ফ্যাসিবাদীদের মোকাবিলা করতে হবে। সেজন্য যত দ্রুত সম্ভব দেশে নির্বাচনের ব্যবস্থা করতে হবে। তাহলে ফ্যাসিস্টরা আর সুযোগ পাবে না। মহল্লায়, মহল্লায় পাহাড়া দিতে হবে, যেন ফ্যাসিবাদ ঘুরে দাঁড়াতে না পারে। তাই নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি না করে দেশ গঠনে ঐক্যবদ্ধ হতে হবে।