মোঃ এমরান আলী রানা, সিংড়া: ‘দেশি ফল বেশি খাই, আসুন ফলের গাছ লাগাই’ স্লোগানকে সামনে রেখে জাতীয় ফল মেলা ২০২৫ এর অংশ হিসেবে নাটোরের সিংড়ায় তিনদিন ব্যাপী ফল মেলার উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৫ জুন) দুপুর ১২টায় উপজেলা কৃষি অফিস চত্বরে ফল মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ খন্দকার ফরিদ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শাহাদত হোসেন, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা তাশরিফুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবু দাউদ, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সঞ্জয় রাম মানী, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জহুরুল ইসলাম, সিংড়া প্রেস ক্লাবের সভাপতি মোল্লা মো. এমরান আলী রানা প্রমুখ।
ফল মেলায় ৮০ প্রজাতির দেশি ফলের সমারোহ ছিল।