মো. খাদেমুল ইসলাম, বাগাতিপাড়া: নাটোরের বাগাতিপাড়া পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। বুধবার দুপুরে পৌর ভবনে উপস্থিত সকলের সামনে ২০২৫-২৬ অর্থ বছরের উন্নয়ন খাতে আয় ও ব্যয় ৭ কোটি ৮৬ লাখ ৮ হাজার টাকা এবং রাজস্ব খাতে আয় ও ব্যয় ১ কোটি ৮২ লাখ ৮৪ হাজার ৭ শত ৪৬ টাকা ধরে বাজেট ঘোষণা করেন পৌরসভার প্রশাসকের দায়িত্বে থাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হা-মীম তাবাসসুম প্রভা।
এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা স্বাস্থ্য ও প.প.কর্মকর্তা ডা. সূচনা মনোহরা, উপজেলা শিক্ষা কর্মকর্তা ড. সাবরিনা আনাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুস সবুর, উপজেলা প্রকৌশলী অনুপ কুমার ঘোষ, বাগাতিপাড়া মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রিয়াজুল ইসলাম, পৌর প্রকৌশলী (চলতি দায়িত্ব) শহিদুল ইসলাম ও উপজেলা প্রেসক্লাবের সভাপতি মুহাম্মদ কামরুল ইসলাম প্রমুখ।
পৌর প্রশাসন হা-মীম তাবাসসুম প্রভা জানান, পৌরসভার (রাজস্ব খাত ও উন্নয়ন খাতে) আয় ও ব্যয় সমান হিসেবে মোট ৯ কোটি ৬৮ লাখ ৯২ হাজার ৭ শত ৪৬ টাকা ধরা হয়েছে।