8.9 C
New York
Friday, August 8, 2025
No menu items!
Homeশীর্ষ সংবাদনাটোর পৌরসভা এলাকায় ৫০০ এলইডি লাইট স্থাপন করা হবে

নাটোর পৌরসভা এলাকায় ৫০০ এলইডি লাইট স্থাপন করা হবে

প্রান্তজন রিপোর্ট : নাটোর পৌরসভা এলাকায় দুই কোটি টাকা ব্যয়ে ২৫০টি খুঁটিতে ৫০০ এলইডি লাইট স্থাপন করা হবে। পৌর এলাকার বনবেলঘড়িয়া বাইপাস থেকে বড়হরিশপুর বাইপাস পর্যন্ত এবং মাদ্রাসা মোড় থেকে উত্তরা গণভবন সড়ক পর্যন্ত মিডিয়ানে এসব লাইট স্থাপন করা হবে। বুধবার সকাল দশটায় পৌরসভা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কর্ম সম্পাদন সহায়তা কমিটির সভায় সংশ্লিষ্ট ঠিকাদারকে আগামী মাসের মধ্যে এসব লাইট প্রতিস্থাপনের নিদের্শনা দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের ভারপ্রাপ্ত উপ- পরিচালক আসমা খাতুন।
এছাড়া সভায় নাগরিক সেবার মান বৃদ্ধিতে আলোচ্যসূচী অনুযায়ী বিভিন্ন সিদ্ধান্ত গ্রহন করা হয়। শহরের বর্জ্য দ্রুত অপসারণে ওয়ার্ড ভিত্তিক ভ্যানের কার্যক্রম চালু, জন্ম নিবন্ধন কার্যক্রম জোরদার করা, চলমান উন্নয়ন কাজ গতিশীল করার সিদ্ধান্ত গ্রহন করা হয়।
সভায় কর্ম সম্পাদন কমিটির সদস্য স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. ইকবাল হোসেন, কৃষি সম্প্রসারণ বিভাগের উপ পরিচালক মো. হাবিবুল ইসলাম খান, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ- পরিচালক নীলা হাফিয়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।

- Advertisment -

Most Popular

Recent Comments