মোঃ মামুনুর রশীদ : নাটোরে সড়ক দুর্ঘটনায় জাবি শিক্ষার্থীসহ ৪ জন নিহতের ঘটনায় বাস চালক মামুনুর রশিদ (৪০) কে গ্রেফতার করেছে ঝলমলিয়া হাইওয়ে থানার পুলিশ। মঙ্গলবার দিনগত রাত আটটার দিকে রাজশাহী সিটি কর্পোরেশনের শাহমখদুম থানার চকপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেপ্তারকৃত মামুনুর রশিদ রাজশাহী জেলার পুঠিয়া থানার ভাংড়া গ্রামের আশরাফ আলীর ছেলে।
ঝলমলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুর রহমান জানান, গত ২০ জুন বিকেল ৫ টার দিকে নাটোর রাজশাহী মহাসড়কের বনবেলঘড়িয়া এলাকায় যাত্রীবাহী বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এই সংঘর্ষের ঘটনায় সিএনজি অটোরিক্সার চালকসহ চার যাত্রী নিহত হন। এই ঘটনায় সিএনজি অটোরিক্সা চালক বাবুর স্ত্রী বাদী হয়ে সড়ক আইনে একটি মামলা দায়ের করেন। এই মামলার সূত্র ধরে ঝলমলিয়া হাইওয়ে থানা পুলিশের চৌকস দল উন্নত তথ্য প্রযুক্তি ও র্যাব-৫, রাজশাহীর সহযোগিতায় মামলার আসামী মামুনুর রশিদকে রাজশাহী সিটি কর্পোরেশন এলাকার শাহ মখদুম থানার চকপাড়া এলাকা থেকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার গ্রেফতারকৃত মামুনুর রশিদকে আদালতের উপস্থাপন করা হবে।