মোঃ মামুনুর রশীদ: প্লাস্টিক দূষণ আর নয় এই প্রতিপাদ্য নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা গাছের চারা বিতরণ আলোচনা সভা ও পুরুস্কার বিতরণের মধ্যে দিয়ে নাটোরে বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষ্যে বুধবার বেলা ১০ টার দিকে ক্যালেক্টরেট ভবনের সামনে থেকে এক শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ক্যালেক্টরেট ভবনের সামনে এসে শেষ হয়। পরে সেখানে বিভিন্ন স্কুলের মাঝে গাছের চারা বিতরণ করা হয়। গাছের চারা বিতরণ শেষে জেলা প্রশাসকের সস্মেলন কক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আবুল হায়াত, আইসিটি ও শিক্ষা জান্নাত আরা ফেরদৌস, নাটোর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা আক্তার জাহান সাথী, পরিবেশ অধিদপ্তরের সহকারি পরিচালক রফিকুল ইসলাম, নির্বাহী ম্যাজিস্টেট ইসতিয়াক আহম্মেদ, পুলিশ কর্মকর্তা সাইদুর রহমানসহ বিভিন্ন ইট ভাটার মালিক ও এনজিও কর্মিরা। এ সময় বক্তারা বলেন সুস্থভাবে মানুষের জীবন বাঁচানোর পাশাপাশি জীববৈচিত্র ও পরিবেশের জন্য হুমকি হয়ে দাঁড়ানো প্লাস্টিক দূষণ বন্ধে বিশ্বপরিমণ্ডলে কল্যাণমূলক প্রচেষ্টা জোরদারের পাশাপাশি বাংলাদেশেও পরিবেশ বিষয়ক সংস্কারের প্রয়োজনীয়তা অনুধাবন করা প্রয়োজন। পাশাপাশি বৈশ্বিকভাবে প্লাস্টিক দূষণ নিয়ন্ত্রণে এবং পরিবেশবান্ধব ব্যবস্থাপনার লক্ষ্যে জাতিসংঘের পরিবেশ অ্যাসেম্বলির সিদ্ধান্ত অনুযায়ী একটি আন্তর্জাতিক চুক্তি প্রণয়নের কাজ চলছে।