8.9 C
New York
Friday, August 8, 2025
No menu items!
Homeশীর্ষ সংবাদপাবনায় এটিএন বাংলার প্রতিনিধি মোবারক বিশ্বাসের মুক্তির দাবিতে মানববন্ধন

পাবনায় এটিএন বাংলার প্রতিনিধি মোবারক বিশ্বাসের মুক্তির দাবিতে মানববন্ধন

পাবনা প্রতিনিধি: এটিএন বাংলার জেলা প্রতিনিধি মোবারক বিশ্বাসের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার ও তার নিঃশর্ত মুক্তির দাবিতে পাবনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৩ জুন) বেলা ১২টায় পাবনা শহরের আব্দুল হামিদ রোডে বাংলাদেশ মফস্সল সাংবাদিক ইউনিয়ন (বিএমএসইউ) পাবনা জেলা শাখার উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিক মোবারক বিশ্বাসের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা মামলা দায়ের করে তাকে হয়রানি করা হচ্ছে। তারা অবিলম্বে এই মামলা প্রত্যাহার ও তার নিঃশর্ত মুক্তির দাবি জানান। মানববন্ধনে বক্তব্য রাখেন, খবর বাংলার সম্পাদক ও বিএমএসইউ পাবনা জেলা শাখার সভাপতি আব্দুস সালাম, সাংবাদিক মোবারক বিশ্বাসের স্ত্রী কানিজ ফাতেমা, স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। এ সময় বক্তারা বলেন সংবাদকর্মীরা যদি নিরাপত্তাহীনতায় থাকেন, তবে স্বাধীন সাংবাদিকতা হুমকির মুখে পড়বে। এক্ষেত্রে প্রশাসনকে নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

- Advertisment -

Most Popular

Recent Comments