8.9 C
New York
Friday, August 8, 2025
No menu items!
Homeশীর্ষ সংবাদনাটোরে ৬ দফা দাবিতে স্বাস্থ্যসহকারীদের দুই ঘন্টার অবস্থান কর্মসূচী পালন

নাটোরে ৬ দফা দাবিতে স্বাস্থ্যসহকারীদের দুই ঘন্টার অবস্থান কর্মসূচী পালন

প্রান্তজন রিপোর্ট: নিয়োগ বিধি সংশোধন ও টেকনিক্যাল পদ মর্যাদানসহ ৬ দফা দাবিতে নাটোরে দুই ঘন্টার অবস্থান কর্মসূচী পালন করেছে স্বাস্থ্যসহকারীরা। একই সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দাবী বাস্তবায়ন না করলে আগামি ১ সেপ্টেম্বর থেকে ইপিআইসহ সকল কার্যক্রম বন্ধের হুশিয়ারী দেন তারা।
মঙ্গলবার সকাল ৮টা থেকে বেলা ১০টা পর্যন্ত সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এ কর্মসূচীর আয়োজন করে বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশন, নাটোর সদর শাখা। সংগঠনের কেন্দ্রীয় সমন্বয় পরিষদ ঘোষিত কর্মসূচীর অংশ হিসাবে সারা দেশে নিজ নিজ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে এই দুই ঘন্টার অবস্থান কর্মসূচী পালন করছে স্বাস্থ্য সহকারীরা। অবস্থান কর্মসূচীতে প্রস্তাবিত ৬ দফা বাস্তবায়নের দাবি নিয়ে বক্তব্য রাখেন সংগঠনের নাটোর সদর উপজেলা শাখার সভাপতি স্বাস্থ্য সহকারী মোঃ শাহ আলম, সাধারণ সম্পাদক ও স্বাস্থ্য সহকারী মোঃ ইব্রাহিম হোসেন, সহ-সভাপতি ও স্বাস্থ্য সহকারী অতীশ দিপঙ্কর, স্বাস্থ্য সহকারী মোঃ আব্দুর রশিদ মোল্লা, মোঃ তরিকুল ইসলাম, রিনা পারভিন প্রমুখ। এ সময় বক্তারা জানান, কেন্দ্রীয় সমন্বয় পরিষদ ঘোষিত কর্মসুচী অনুযায়ী আগামি ৮ জুলাই সিভিল সার্জনের কার্যালয়ের সামনে তিন ঘন্টার অবস্থান কর্মসুচী পালন করবেন। আগামি ১২ আগস্ট ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে সংবাদ সম্মেলন ও মানববন্ধন কর্মসূচী পালন করা হবে। এতে যদি সরকার তাদেও দাবি বাস্তবায়ন না করে এবং তাদের চূড়ান্ত লক্ষ্য অর্জিত না হয়, তাহলে আগামী ১ সেপ্টেম্বর থেকে সারা দেশে এক যোগে ইপিআইসহ সকল কার্যক্রম বন্ধ ঘোষণা করা হবে।

- Advertisment -

Most Popular

Recent Comments