8.9 C
New York
Monday, November 17, 2025
No menu items!
Homeশীর্ষ সংবাদনাটোরে পরিবহন শ্রমিক ইউনিয়নের সম্পাদক কালিয়া গ্রেফতার

নাটোরে পরিবহন শ্রমিক ইউনিয়নের সম্পাদক কালিয়া গ্রেফতার

মো. শহীদুল হক সরকার: নাটোর সদর থানায় চারটি হত্যা ও চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে ১৩টি মামলার পলাতক আসামী নাটোর জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক ও হরিশপুর ইউনিয়ন যুবলীগ সভাপতি শফিকুল ইসলাম কালিয়াকে গ্রেফতার করেছে পুলিশ।
কালিয়া হরিশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদর থানা আওয়ামী লীগের সহ-সভাপতি ওসমান গনির ছেলে। নাটোর সদর থানার ওসি মাহাবুর রহমান জানান, শনিবার রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার হরিশপুর বিলের ভিতর থেকে তাকে গ্রেফতার করা হয়। রোববার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। কালিয়া নাটোর সদর আসনের সাবেক এমপি আওয়ামী লীগ নেতা শফিকুল ইসলাম শিমুলের ঘণিষ্ঠ অনুসারী।

- Advertisment -

Most Popular

Recent Comments