8.9 C
New York
Friday, August 8, 2025
No menu items!
Homeশীর্ষ সংবাদবিএনপির কেন্দ্রীয় নেতা দুলুর শাশুড়ির মৃত্যু মীর্জা ফখরুলের শোক

বিএনপির কেন্দ্রীয় নেতা দুলুর শাশুড়ির মৃত্যু মীর্জা ফখরুলের শোক

মো. শহীদুল হক সরকার: নাটোর থেকে বারবার নির্বাচিত সাবেক সংসদ সদস্য, সাবেক মন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলুর শাশুড়ি মাসুমা বেগম রোববার ভোররাত সাড়ে ৩ টায় রাজধানীর এএমজেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন!!। তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়ে বানী দিয়েছেন বিএনপি মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর। নাটোর জেলা বিএনপির আহবায়ক রহিম নেওয়াজ ও সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ আলাদা শোক বার্তা মরহুমার পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন। মৃত্যুকালে মরহুমার বয়স হয়েছিল ৮৩ বছর। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্য জনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি পাঁচ কন্যা, এক ছেলে ও নাতি নাতনিসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। বাদ জোহর রাজধানীর গুলশান সোসাইটি মসজিদে মরহুমার জানাজার নামাজ শেষে বনানী কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়।

- Advertisment -

Most Popular

Recent Comments