8.9 C
New York
Friday, August 8, 2025
No menu items!
Homeশীর্ষ সংবাদপুকুর লিজের টাকা নিয়ে দ্বন্দ্ব: ছোট ভাইকে কুপিয়ে জখম

পুকুর লিজের টাকা নিয়ে দ্বন্দ্ব: ছোট ভাইকে কুপিয়ে জখম

আলী আক্কাছ, গুরুদাসপুর: নাটোরের গুরুদাসপুরে পুকুর লিজের টাকা চাওয়াকে কেন্দ্র করে ছোট ভাই রফিকুল ইসলামকে কুপিয়ে জখম করেছে বড় ভাই আব্দুস সালাম ও তার দুই ছেলে। রবিবার সকাল ৯টার দিকে উপজেলার বিয়াঘাট গ্রামের এ ঘটনায় গুরুদাসপুর থানায় বাদী হয়ে লিখিত অভিযোগ দিয়েছেন রফিকুলের ছেলে কাওছার আহমেদ শুভ।
অভিযোগে জানা যায়, বিয়াঘাট মৌজায় যৌথ সম্পত্তির ওপর রফিকুল ও সালামের পুকুর রয়েছে। রবিবার সকালে রফিকুল তার অংশের পুকুর লিজের টাকা চাইলে বড় ভাই সালাম টালবাহানা করেন। শুরু হয় বাকবিতন্ডা ও গালিগালাজ। এক পর্যায়ে আব্দুস সালাম (৬৫), তার দুই ছেলে আবাদী হোসেন (৪০) ও আকরাম হোসেন (৪৫) লাঠিসোটা নিয়ে রফিকুল ইসলামের (৫৭) ওপর হামলা চালায়। ছেলে আব্দুল্লাহ আল মুমিত তাকে বাঁচাতে গেলে তাকেও মারপিট করা হয়। মাথায় গুরুতর জখম অবস্থায় রফিকুলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তিনি বিয়াঘাট গ্রামের রজব আলীর ছোট ছেলে। কর্তব্যরত চিকিৎসক ডা. অহিদুজ্জামান রুবেল বলেন, রফিকুলের মাথা ফেটে এক সেন্টিমিটার ডিপ হয়েছে। চিকিৎসা দেয়া হচ্ছে। কিন্তু এখনও ঝুকিমুক্ত নন তিনি। অভিযুক্তদের না পাওয়ায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি। তবে স্থানীয় মজিবর রহমান ও হেনা খাতুন জানান, পুকুর লিজের টাকা চাওয়ায় রফিকুলকে মারধর করা হয়েছে। গুরুদাসপুর থানার ওসি গোলাম সারওয়ার হোসেন এ ব্যাপারে বলেন, অভিযোগের পেয়েছি। তদন্ত করে আইনি ব্যবস্থা নেয়া হবে।

- Advertisment -

Most Popular

Recent Comments