8.9 C
New York
Friday, August 8, 2025
No menu items!
Homeশীর্ষ সংবাদনাটোরে সুলভ মূল্যে দুধ ও ডিম বিক্রি কার্যক্রম শুরু

নাটোরে সুলভ মূল্যে দুধ ও ডিম বিক্রি কার্যক্রম শুরু

মোঃ মামুনুর রশীদ: মাহে রমজান উপলক্ষে নাটোর শহরে স্বল্প আয়ের মানুষের জন্য সুলভ মূল্যে দুধ ও ডিম বিক্রি কার্যক্রম শুরু করেছে জেলা প্রাণিসম্পদ বিভাগ। প্রতিদিন ৬০০ থেকে ১০০০ পিস ডিম এবং ১০০ প্যাকেটে ৫০ লিটার দুধ বিক্রি করা হবে। এ জন্য ১০ জন খামারি পর্যায়ক্রমে মাসব্যাপী দুধ ও ডিম সুলভ মূল্যে সরবরাহ করবেন। এই কার্যক্রমের আওতায় প্রতি হালি ডিম ৩৪ টাকা এবং প্রতি লিটার দুধ ৭০ টাকা দরে বিক্রি করা হচ্ছে। প্রতিদিন সকাল দশটা থেকে বেলা ১২টা পর্যন্ত এই কার্যক্রম চলবে। জেলা প্রাণিসম্পদ বিভাগের সহযোগিতায় পোল্ট্রি এবং ডেইরি এ্যাসোসিয়েশন এই উদ্যোগ গ্রহণ করেছেন।
রোববার (০২ মার্চ) দুপুরে নিজ কার্যালয়ের সামনে এই কার্যক্রমের উদ্বোধনকালে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ জুলফিকার মোঃ আখতার হোসেন এ তথ্য জানান। এসময় জেলা পোল্ট্রি এ্যাসোসিয়েশনের আহ্বায়ক নেছার আহমেদ জিশানসহ সরকারী কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
নাটোর জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ জুলফিকার মো. আখতার হোসেন বলেন, রমজান মাসে কেবল মাত্র নাটোর শহরের নিম্ন আয়ের মানুষদের স্বস্তি প্রদানের জন্যে পুরো রমজান মাস জুড়ে এ কার্যক্রম অব্যাহত থাকবে। লক্ষ্যমাত্রা অনুযায়ী প্রতিদিন দুধ ও ডিম বিক্রি করা হবে। প্রথম দিন ৬০০ পিস ডিম ও ২০ লিটার দুধ বিক্রি হয়েছে। প্রচার-প্রচারণা বৃদ্ধি পেলে বিক্রির পরিধিও বাড়বে বলে আশা করা হচ্ছে। তিনি বলেন, জেলায় মোট ১৮ লাখ জনসংখ্যার জন্য ডিমের চাহিদা ১৯ কোটি ২৪ লাখ পিস। সেখানে ডিম উৎপাদন হচ্ছে ৪৫ কোটি ৭৮ লাখ পিস। যার বাজার মূল্য ৫৮৫ কোটি টাকা। এছাড়া হাঁস-মুরগী লালন-পালনের ফলে একদিকে মাংস ও ডিমের চাহিদা মেটাচ্ছে। অপরদিকে আর্থিকভাবে লাভ হচ্ছেন হাঁস-মুরগী লালন-পালনকারীরা। অপরদিকে প্রতিদিন জনপ্রতি ২৫০ মিলি লিটার দুধ প্রাপ্তি সাপেক্ষে জেলায় মোট দুধের চাহিদা ৩ লাখ ৫০ হাজার মেট্রিক টন। সেখানে জনপ্রতি দুধ মিলছে ২৩০ মিলি লিটার। সে অনুযায়ী জেলায় মোট দুধ উৎপাদন হচ্ছে ৩ লাখ ৩০ হাজার মেট্রিক টন। এছাড়া জেলায় মোট মাংসের চাহিদা এক লাখ পঁচিশ হাজার ৩০৮ মেট্রিক টন। সেখানে মাংস উৎপাদন হয় ১ লাখ ২১ হাজার মেট্রিক টন।
এদিকে জেলা পোল্ট্রি এ্যাসোসিয়েশনের আহ্বায়ক নেছার আহমেদ জিশান জানান, মূলত জিশান পোল্ট্রি হ্যাচারির সর্বাত্বক সহযোগিতায় মুনাফার অংশটুকু বাদ দিয়ে তারা সুলভ মূল্যে ডিম সরবরাহ করছেন। তার মতে আরো অনেকে এগিয়ে আসছেন। সাধারন মানুষের সুবিধার কথা চিন্তা করে এই ধারনের উদ্যোগ নেয়া হয়েছে। পুরো রমজান মাসজুড়ে প্রতিদিন সকাল দশটা থেকে বেলা ১২টা পর্যন্ত এই কার্যক্রম চলবে।

- Advertisment -

Most Popular

Recent Comments