প্রান্তজন রিপোর্ট: নাটোরে দ্রব্যমূলের উর্দ্ধগতি নিয়ন্ত্রণ ও রমজানের পবিত্রতা রক্ষার দাবিতে শহর জুড়ে বিশাল বর্ণাঢ্য র্যালি করেছে জেলা জামায়াতে ইসলামী।
শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে শহরের মাদরাসা মোড় থেকে র্যালিটি শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে আলাইপুর হয়ে আবার মাদরাসা মোড়ে এসে সমাবেশে মিলিত হয়। জেলা জামায়াতের আমীর অধ্যাপক ড. মীর নুরুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারী অধ্যাপক সাদেকুর রহমানের সঞ্চালনায় সমাবেশে এ সময় বক্তব্য রাখেন, জেলা জামায়াতের নায়েবে আমীর ও সদর আসনের এমপি প্রার্থী অধ্যাপক মোঃ ইউনুস আলী, নায়েবে আমীর অধ্যক্ষ মোঃ দেলোয়ার হোসেন খান, সহকারী সেক্রেটারী আতিকুল ইসলাম রাসেল ও শহর জামায়াতের আমীর রাসেদুল ইসলাম রাসেদ, সদর থানা আমীর মাওলানা মীর নুরন্নবী ও জেলা ছাত্রশিবিরের সভাপতি আফতাব আলী প্রমুখ। বক্তরা পবিত্র রমজানে সরকারের কাছে দ্রব্যমূলের উর্দ্ধগতি নিয়ন্ত্রণ এবং দিনের বেলা হোটেল রেস্তোরা বন্ধ রেখে রমজানের পবিত্রতা রক্ষার দাবী জানান।