নাহিদ হোসেন, লালপুর: মহানবী (সাঃ) কে নিয়ে কটুক্তিকারী রাখাল রাহা (সাজ্জাদুর রহমান) ও কবি সোহেল এবং র্যাব কর্মকর্তা ধর্ষক আলেপ এর গ্রেফতারের দাবিতে নাটোরের লালপুরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বাদ জুম্মা তৌহিদী জনতা ও সাধারণ ছাত্র-সমাজের আয়োজনে লালপুর ত্রিমোহণী এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে লালপুর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে সমাবেশ করে।
বক্তারা বলেন, মহান আল্লাহ এবং আমাদের প্রাণপ্রিয় নবী হযরত মুহাম্মদ (সাঃ)-কে নিয়ে কটুক্তিকারী রাখাল রাহার ও কবি সোহেল এবং র্যাব কর্মকর্তা ধর্ষক আলেপ এর ঠাঁই এই বাংলায় হবে না। একটি মুসলিম রাষ্ট্রে কিভাবে রাখাল রাহা ও কবি সোহেল মহানবী (সা.)-কে নিয়ে কটুক্তি করে? অবিলম্বে তাদেরকে আইনের আওতায় এনে কঠিন শাস্তির মাধ্যমে মৃত্যুদণ্ড দিতে হবে। এ সময় বক্তব্য রাখেন হাফেজ মোহাম্মদ আশরাফুল আলম (প্রধান), মাওলানা আবু তালহা, মাওলানা আব্দুল্লাহ প্রমুখ।