8.9 C
New York
Friday, August 8, 2025
No menu items!
Homeশীর্ষ সংবাদরাজশাহী সার্ভে ইনস্টিটিউটে স্কিলস কম্পিটিশন অনুষ্ঠিত

রাজশাহী সার্ভে ইনস্টিটিউটে স্কিলস কম্পিটিশন অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি: রাজশাহী সরকারী সার্ভে ইনস্টিটিউটে স্কিলস কম্পিটিশন (দক্ষতা প্রতিযোগিতা) অনুষ্ঠিত হয়েছে। অ্যাকসেলারেটিং অ্যান্ড স্ট্রেনদেনিং স্কিলস ফর ইকোনমিক ট্রান্সফরমেশন (এসেট) প্রকল্পের অধীনে অদ্য বৃহস্পতিবার ইনস্টিটিউট প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় উক্ত প্রতিযোগিতা। এতে বিভিন্ন ইনোভেটিভ আইডিয়া, বিল্ডিং ডিজাইন, লোগো ডিজাইন প্রভৃতি প্রজেক্ট নিয়ে শিক্ষার্থীরা ভিন্ন ভিন্ন স্টলে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শুরুতে বেলুন উড়িয়ে এবং স্টলসমূহ পরিদর্শনের মাধ্যমে প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করা হয়। পরবর্তীতে বিচারকবৃন্ধ সেরা উদ্ভাবনী প্রজেক্ট নির্বাচিত করেন। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আবু সাইদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএসটিআই এর ইন্সপেক্টিং অফিসার (সিএম) প্রকৌশলী জুনায়েদ আহমেদ, পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানী লিমিটেডের ম্যানেজার প্রকৌ. মোঃ বরকত হোসেন মোল্লা এবং এসেট প্রজেক্টের উপ প্রকল্প পরিচালক প্রকৌ. বিএম শরিফুল ইসলাম। সভাপতিত্ব করেন রাজশাহী সরকারী সার্ভে ইনস্টিটিউটের অধ্যক্ষ মোঃ আমীরুল ইসলাম। অনুষ্ঠানটির পরিচালনা করেন রাজশাহী সরকারী সার্ভে ইনস্টিটিউটের চিফ ইন্সট্রাক্টর (টেক/কনস্ট্রাকশন) ও বিভাগীয় প্রধান (ক্যাডেস্ট্রাল টেকনোলজি) প্রকৌ. মোঃ আব্দুল্লাহ হিস সাফী এবং চিফ ইনস্ট্রাক্টর (টেক/সিভিল) ও বিভাগীয় প্রধান (সার্ভে টেকনোলজি) মোঃ হারুন অর রশিদ। অতিথিবৃন্দ তাদের বক্তব্যে শিক্ষার্থীদের চাকুরীর পেছনে না ছুটে নিজেদের দক্ষতা বৃদ্ধির এবং উদ্যোক্তা হবার আহবান জানান।

- Advertisment -

Most Popular

Recent Comments