8.9 C
New York
Monday, November 17, 2025
No menu items!
Homeবিশেষ সংবাদসিংড়ায় তামাকজাত দ্রব্যের অবৈধ বিজ্ঞাপনে দোকানির জরিমানা

সিংড়ায় তামাকজাত দ্রব্যের অবৈধ বিজ্ঞাপনে দোকানির জরিমানা

সিংড়া প্রতিনিধি: নাটোরের সিংড়ায় তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন প্রচারণার অভিযোগে চার মুদি দোকানিকে দুই হাজার টাকা জরিমানা করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউএনও মাজহারুল ইসলাম। সোমবার দুপুরে পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা এই দন্ডাদেশ দেয়া হয়। এসময় তামাকজাত দ্রব্যের অবৈধ দশটি বিজ্ঞাপন প্রচারণার বিলবোর্ড অপসারণ করে পুড়িয়ে দেয়া হয়। এবং সচেতনতামূলক প্রচারণা চালানো হয়। উপস্থিত ছিলেন কসমস সংস্থার নির্বাহী পরিচালক মেহনাজ মালা, চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম প্রমূখ।
ইউএনও মাজহারুল ইসলাম বলেন, ধুমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইনে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

- Advertisment -

Most Popular

Recent Comments