প্রান্তজন রিপোর্ট: গত (১০ফেব্রুয়ারি) সোমবার নাটোরে অসংক্রামক রোগ প্রতিরোধে শরীরচর্চা ও কায়িক পরিশ্রম নিশ্চিতে খেলার মাঠ, পার্ক ও উন্মুক্ত স্থানের বাজেট বরাদ্দ বিয়য়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সেন্টার ফর ল এন্ড পলিসি এফেয়ার্সের সহযোগিতায় কসমস সংস্থার আয়োজনে অনুষ্ঠিত আলোচনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা রবিউল হক, এছাড়া সভায় আরো উপস্থিত ছিলেন পৌর নির্বাহী প্রকৌশলী মোঃ আঃ মালেক, সেনেটারি ইন্সপেক্টর উদয় কুমার সরকার প্রমুখ।
নাটোর পৌরসভার হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কসমস সংস্থার নির্বাহী পরিচালক মেহেনাজ মালা।