প্রান্তজন রিপোর্ট: নাটোর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। রবিবার সকালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটি ঘোষণা করা হয়।
কমিটিতে জেলা কমিটির সাবেক সদস্য সচিব রহিম নেওয়াজকে আহ্বায়ক এবং জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আসাদুজ্জামান আসাদকে সদস্য সচিব করে ১৬ সদস্য বিশিষ্ট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির তালিকা ঘোষণা প্রকাশ করা হয়।
এ ছাড়া আহ্বায়ক কমিটিতে আব্দুল আজিজ, জিল্লুর রহমান চৌধুরী বাবুল, মোস্তাফিজুর রহমান শাহীন, সাইফুল ইসলাম আফতাব ও দাউদার মাহমুদকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। এ ছাড়া শহিদুল ইসলাম রাজু, সাবিনা ইয়াসমিন, আবুল কাশেম, তারিকুল টিটু, ব্যারিস্টার আবু হেনা মোস্তাফা, সুফিয়া হক ও শ্রী রঞ্জিত কুমার সরকারকে সদস্য করা হয়।
নব্য ঘোষিত নাটোর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে জেলা বিএনপির অনেক নেতা-কর্মী প্রকাশ্যে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন ।
সদ্য বিলুপ্ত আহ্বায়ক কমিটির আহ্বায়ক শহিদুল ইসলাম বাচ্চু বলেন, আজীবন দলের জন্য কাজ করেছি। দলের জন্য তাজা রক্ত ঢেলে দিয়েছি, মাথায় ১৮টি সেলাইয়ের এখনো ঘা শুকায়নি, এখনো ডান হাতে খেতে পারি না। স্বাক্ষর করতে পারি না, লিখতে পারি না। তিন বার আওয়ামী সন্ত্রাসীদের হামলায় মৃত্যুপথ থেকে ফিরে এই প্রাপ্তিতে বিস্ময় প্রকাশ করা ছাড়া আমার আর কিছু বলার নেই।
তিনি বলেন, এই কমিটি দলের প্রধান তারেক রহমানের করা হলে আমার কোনো বক্তব্য নেই। আর অন্য কোনো কায়েমী স্বার্থবাদী মহলের মাধ্যমে হলে হতাশার শেষ নেই। দলের নেতা তারেক রহমানের প্রতি তার আস্থা আছে। গোয়েন্দা রিপোর্ট নিয়ে সঠিক নেতাদের নিয়ে তিনি পুনরায় কমিটি গঠনের দাবি জানান।
সদ্যগঠিত কমিটির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন ও সাইফুল ইসলাম আফতাব বলেন, কিছু ত্যাগী নেতা থাকলেও অনেককে পদ দেওয়া হয়েছে। দ্রুত কমিটি সংশোধন করে প্রকৃত ত্যাগী নেতাদের কমিটিতে স্থান দেওয়ার জন্য তারা দাবি জানান।
এদিকে নাটোর জেলা বিএনপির নব-নির্বাচিত আহ্বায়ক রহিম নেওয়াজ বলেন, দলীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় দলীয় গঠনতন্ত্র মোতাবেক সকলের কল্যাণে কাজ করবো। এ বিষয়ে তিনি সাংবাদকর্মীসহ সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।